হাশরের ময়দান
অনামিশার অন্ধকার ঘুটঘুটে
মানুষ চলছে
কেহ ঝুকে, কেহ হেঁটে হেঁটে
বেহেশত ও দোজখ
ঠিকানা।
কেহ পাবে নুর
কেহ অল্প,কেহ বেশি
অন্ধকারে পথের দিশা।
দোজখীরা বলবে
ওহে,
নুর দাও।
ওরা বলবে,
দুনিয়ায় জীবনে অবাধ্য ছিলে,
নুর নিজেরাই খুজে নাও।
সবাই চলতে থাকবে
কেহ নুর দেখে দেখে
কেহ অন্ধকারে আছড়ে আছড়ে,
হঠাৎই সম্মুখে দেয়াল!
একপাশে আজাব
আরেক পাশে রহমতের সুবাতাস।
এই হল সেই বেহেশত ও দোজখের ফায়সালা,
খোদা ওয়াদা দিয়েছিল
বার বার|