মাহের যখন প্রবাসে
মনে তে বাসনা ছিল
নাতিকে,
কোলে পিঠে নিতে পারি জন্মলগ্ন থেকে।
খোদা করলেন বাসনা পূরণ,
নাতি মাহির কে
পেলাম একান্ত ভাবে,
সেই ছোট্টটি যখন,
তখন থেকে।
কোলে নিয়ে হাঁটতাম
আর গান করতাম,
(কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল,
তাইতো খোকা রাগ করেছে
ভাত,
খায়নি কাল)
চাপা গলায় দুবার বলতাম
ভাত খাইনি, ভাত খাইনি—–
ছোট্ট মাহেরের মুখে, তখন মুচকি হাসির বন্না।
লং ড্রাইভে মাহেরকে নিয়ে যেতাম পূর্বাচল,
দুহাতে আমার বুকটা জড়িয়ে,
আবেশে শুনতো গান
সুইটহার্ট সুইটহার্ট!
আমার নিঃসঙ্গ ফ্ল্যাটে
ঘন্টার পর ঘন্টা
মাহিরের নিরব অবস্থান,
আমার পাশে বসে আনমনে খেলা,
গভীর আবেগে নানা নানা বলা।
মাহের এখন দূর প্রবাসে,
আমায় গিয়েছে ছাড়ি,
দেখেনা আমায়,
তাই বুঝি
আমার সাথে আড়ি।