চোখ
চোখ যে মনের কথা বলে।
চোখের দিকে তাকালে মানুষটাকে বুঝা যায়। মানুষের মুখমন্ডলে চোখ এক আকর্ষণীয় অঙ্গ। চোখের তির্যক দৃষ্টি আছে,
চোখের সেন দৃষ্টিও আছে। ভালোবাসার সৌন্দর্যের চোখে ফুটে ওঠে। রাগ করলে চোখ দেখে সেটাও বোঝা যায়। অভিমানে নারীর চোখে জল আসে। পুরুষের কাছে সেটা এক অপরূপ সৌন্দর্য। বড় বড় চোখ নারীর সৌন্দর্যকে মোহনীয় করে চলে। বলা হয় আয়তলচনা।
ছোট ছোট চোখকে কুতকুতে চোখ বলা হয়। চোখের মনি কালো না হয়ে কটা রঙের হতে পারে। এটাকে ক্যাটস আই বলে।
চোখে চোখে কথা বলা যায়। চোখটা বড় করে মাথা ঝাঁকানোর অর্থ হচ্ছে কেমন আছো।
চোখটা একটু নিচু করে নিচের দিকে মাথা ঝুকালে,
বলা হয়,
ভালো আছি।
চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা
কষ্টকর। তাই জেরা করা সময়, চোখে চোখ রেখে কথা বলতে বলা হয়।
প্রেমিক প্রেমিকার চোখের দিকে একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারে। প্রেমিকা লজ্জায় লাল হয়ে যায়।
ভালোবাসার সবচেয়ে উঁচু স্তর হচ্ছে চোখে চুমু খাওয়া।
চোখে লজ্জা ফুটে ওঠে। সেটাও এক অপরূপ সৌন্দর্য।
হিংসায় চোখ বড় হয়ে যায়।
ভিশন ক্রোধে ও চোখ বড় হয়ে যায়।
চোখ খোদার এক অপার নেয়ামত। এই চোখ দিয়ে আমরা পৃথিবীর সুন্দর্য দেখি। এই চোখ দিয়ে আমরা পূর্ণিমার চাঁদ দেখি। জোসনার আলো দেখি।
চোখ দিয়ে প্রেমিকার মায়াবী মুখ খানি দেখি।
সূরা দাহরে
আল্লাহ চোখ সম্বন্ধে বলেছেন।
মানুষকে কেন দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি দিয়েছেন,সেটা উল্লেখ করেছেন।