ন্যায় ও অন্যায়
সমাজেও
রাষ্ট্রে যে অপকর্মগুলো হয় ;
তার মূল কারণ Justice.
বলা হয়,
যে দেশে বিচার নেই,সেই দেশে তেল ও ঘি,
একই দামে বিক্রি হয়।
★বিচারহীনতা সমস্ত অপকর্মকে ডেকে আনে। ★
এইজন্য সূরা হাদীদ দেখতে হয়,
হাদীদ মানে লোহা,
আল্লাহ বলছেন হাদীদ বা লোহার তালেয়ার
দিয়ে বিচার করো। মানুষের অপকর্মের শাস্তি দিতেই হবে —
জাপান সহ সমস্ত উন্নত রাষ্ট্রে বিচার আছে। Justice!!
আমাদের এখানে টাকার জোরে, ক্ষমতার জোরে,
খুনের আসামিও
ছয় মাস পর জামিন পেয়ে যায়।
তাই আমাদের নৈতিকতা, মূল্যবোধ ক্রমে ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে।
যেটুকু আছে নিভু নিভু ভাবে,
তাও শীঘ্রই ধ্বংস হয়ে অমানিশার অন্ধকারে সমাজ ও রাষ্ট্র,
ঢেকে যাবে!!
আল্লাহ আমাদের সহায় হোন।