অলস রমজান
কভিটের ছোবলে দিশাহারা মানুষ
অনেকেরই ঘরে অবস্থান,
হাসপাতালের বেড, আইসিইউ’র অভাবে
কারো কারো মহাপ্রস্থান।
ভ্যাকসিনে বিরাট লাইন,
আশায় দেহ-মন-প্রাণ, আবার জীবন হবে উচ্ছল
চারিদিকে হবে প্রাণের মাতন।
কভিট দিয়েছে অলস রমজান
তারাবি নাই, ঘরেই
সবার অবস্থান।
ইফতার খেয়ে অন্তঃপুরে কাটে কেটে যায় সন্ধ্যা
তারাবি নাই, ছুটাছুটি নাই
অলস এবাদতে মত্ত,
নাই নামাজ লম্বা!
কোরআন তেলাওয়াত চলে
ধীর লয়ে,
নাই দানখয়রাতের অতিশায্য
সবাই আছে ভয়ে।
আঞ্জুমান মফিদুল ইসলামও মারকাজুল ইসলাম
কোভিদ লাশ এর দাফন
এদেরই অবদান।
অক্সিজেন বিনামূল্যে দিচ্ছে অনেক প্রতিষ্টান
মানুষের জন্যই মানুষ কাঁদে
খোদা বড় মেহেরবান।