সেকালের ঈদ
মনে পড়ে ঈদ
সেই ছোট বেলার,
বন্দরবাজারে
বাবার সাথে,
সেই সিলেটের ইতিকথা,
মাথায় পাকিস্তানি টুপি,
পরনে নতুন জামা।
ঈদের চাঁদ দেখার জন্য
ছুটা ছুটি হুটোপুটি,
সরু ফালি চাঁদ দেখে আনন্দে কুটি কুটি।
প্রতিবেশীরা ছিল আপন
সবার বাসায় সবার ছিল আনাগোনা,
ঈদ তখন ছিল সকলের জন্য
আনন্দ ঘনঘটা
ঘরে ঘরে সেমাই খাওয়ার ধুম
পরোটা মাংস
পোলাও এর গন্ধে,
সকলের মনে ঈদের মাতন।