বন্ধুত্ব
সেই ছেলেবেলা থেকে বন্ধু খুঁজে ফিরি
সাগরে ঝিনুক খোঁজার মতো
অহর্নিশি হৃদয়ের
ব্যাকুলতায়।
ঝিনুকে যদি মুক্তা পেয়ে যাই, গোলাপি মুক্তার মত
যদি একটা বন্ধু পেয়ে যাই।
ছেলেবেলার বন্ধুত্ব
অকৃত্রিম সম্পর্কের দোলা
গলায় গলায় পথ চলা
স্বার্থহীন শর্তহীন
অলিখিত বন্ধন
শতশত আনন্দের আয়োজনে জীবনের খেলা।
পরিনত বয়সে বন্ধু খুঁজে ফিরি বন্ধু মিলে না,
অসময়ে,
বন্ধুর টিকি টিও
মিলে না।
জীবন সায়াহ্নে সঙ্গী খুঁজে ফিরি
অমৃতের সন্ধানে
বৃথাই ছুটে মরি ।
এসেছে কলিযুগ
ভাই হয়েছে বন্ধু,
রক্তই হয়েছে পর,
তখন বন্ধু কোথায় পাই!