মানবের স্বাধীনতা
ফেরেশতারা পরাধীন
খোদার ইচ্ছায় বন্দি
হৃদয় নেই কোন ফন্দি ফিকির
ভালো কাজের জন্য হয়েছি সন্ধি।
স্বাধীনতা পায়নি পাখি
এবং হিংস্র জন্তু জানোয়ার
বাঁধাধরা গন্ডিতে কাটে জীবন
শুধু খাবারের জন্য হাহাকার।
শয়তানের ক্রোধ, অহংকার এর বাঁশি
স্বাধীনতার জন্য ছিল,একটি সেজদা বাকি।
তাই ইবলিস চিরকালের জন্য পরাধীন ,
মন্দ কাজে মত্ত প্রতিমুহূর্ত প্রতিদিন।
মানুষই কেবল পেয়েছে স্বাধীনতা
পেয়েছে একটি বিশেষ দায়িত্ব,
কোরআনের জিম্মায় থেকেও
ভালো ও মন্দ দু-ই তার কর্ম।