মন ছুটে চলে
মন ছুটে চলে তেপান্তরের মাঠে
মন ছুটে চলে উদ্ধ আকাশে পানে
মুগ্ধ করে নক্ষত্ররাজির খেলা
তারকারাজীর অপরূপ মেলা।
মন ছুটে চলে মন ছুটে চলে
হঠাৎ যায় থমকে!
সম্মুখে সুপারনোভা,
অপরুপ নক্ষত্রের বিস্ফোরণ
বিরাট সৃষ্টি ভেঙে কণা কণা।
বিগব্যাং মহাবিস্ফোরণ
সেই মহাসৃষ্টির অন্তরালে,
বিশ্ব জগতের মহানিস্তব্ধতা
ভেঙ্গে খান খান,
মন ছুটে চলে আপন মনে,
ব্ল্যাকহোলের আকর্ষণে
এক মহাশূন্য গহবরে
হারিয়ে যায় চিরতরে।