হাইজ্যাকার
আমাদের মধ্যে অনেকেই ঢাকা শহরে হাইজ্যাকের পাল্লায় পরেছেন ,
কেউ বা একবারও বেশি। ৯০ এ গুলিস্তান জিরো পয়েন্টে প্রথমবার হাইজ্যাকারের
পাল্লায় পড়েছিলাম । তখন সন্ধ্যা হয় হয়, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আমার রিক্সার দুই পাশে দুইজন ছুরি নিয়ে। আমার শখের কালো রেমন্ড ওয়েল ঘড়িটি খুলে নিলো। ঐদিন কি কারনে যেন আমার মানিব্যাগ এ বেশ কয়েক হাজার টাকা ছিল। টিনেজার হাইজ্যাকারটি বলে উঠলো, এবার মানিব্যাগ দে! এত সহজে পরাস্ত হতে চাইলাম না, লাফ দিয়ে রিক্সা থেকে নেমে জিরো পয়েন্টের হকার্স মার্কেটে ঢুকে গেলাম, বেশ কিছুক্ষণ অলি গলিতে দৌড়িয়ে দিক পরিবর্তন করলাম। হাইজাকাররা পিছু নিয়েছিল কিনা জানিনা
কিন্তু আমাকে ধরতে পারেনি।