ফুটবল
গোল গোল গোল
জাম্বুরার মতো গোল
পা দিয়ে মারো লাথি,
যাবে তেপান্তর,
গোল গোল গোল
নাম তার ফুটবল।
পেলের মারপ্যাচ,
ম্যারাডোনার জাদু
খলনায়ক জিদান
চোখ ধাঁধায়
নেইমার মেসি।
ফুটবলের বিশ্বকাপ
হই হই রই রই
দেশ এখন দ্বিখন্ডিত
এই দল সেই দল,
ব্রাজিল বা আর্জেন্টিনা,
কেউ বা ক্যামেরন।
মার মার কাট কাট
কানায় কানায় মাঠ
যুদ্ধ শুরু বুঝি
খেলোয়াড়দের হাট।
টিভির সামনে বসে
হবে জমকালো উদ্বোধন
বিশ্বকাপের মন্ত্রণায়,
অপেক্ষার মাতন।