ভারতবর্ষে বঙ্গদেশ মুসলমানপ্রধান
হল কেন?
তালওয়ার দারা ইসলাম বিজিত হয় নাই

একহাতে শাস্ত্র অন্য হাতে অস্ত্র নিয়ে হিন্দুদের মুসলমান করা হয়েছে, এই বক্তব্য ধারণা কোনোভাবেই সত্য নয়। নিম্নবর্ণের হিন্দুদের উপর অবিচার ও অত্যাচার হয়েছ, অন্যদিকে মুসলমানদের সাম্য ও সমতাবাদ পরিপ্রেক্ষিতেই মুসলমানরা সংখ্যায় বেশি হয়ে পরে।
তাছাড়া অভিনব তথ্য হচ্ছে, বঙ্গদেশে সাম্প্রদায়িকতা মুসলমান জাতিকে যত বেশি দূরে ঠেলে দিয়েছে,
মুসলমান ততবেশি সংখ্যাধিক্য হয়েছে।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিহাসের অধ্যাপক অমলেন্দু দে র
*রুটস ওব সেপারিটিজম ইন নাইন্টিন সেঞ্চুরি বেঙ্গল *, নিরপেক্ষভাবে অনেক তথ্য উদঘাটিত হয়েছে।
ডক্টর জেমস ওয়াইজের সাক্ষ্য থেকে অমলেন্দু দে দেখিয়েছেন ঃprevious to the 18th century, the Hindu inhabitants of Bengal far exceeded the mohammedans in numbers.
★★ তাহলে বুঝা যাচ্ছে মুসলমানদের হাতে তখন বাদশাহী ছিল যখন তাদের হাতে রাজনৈতিক শক্তি পুরোপুরিভাবে ছিল তখন মুসলমানরা সংখ্যালঘু ছিলেন। ★★
কিন্তু যখন তাদের রাজনৈতিক প্রতাপ ও শক্তি আর নেই,
এই সময়ে অর্থাৎ 1871 খ্রিস্টাব্দে দেখা গেল মুসলিম সংখ্যা ক্রমশ বেড়ে উঠছে। প্রমাণিত সত্য
তথ্য হলো এটা—1871 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মাবলম্বীদের শংখ্যাছিল 181 লাখ,
তখন মুসলমানদের সংখ্যা ছিল 17 6 লাখ, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হচ্ছিল কিন্তু সেই সময় পর্যন্ত মুসলমানরা সংখ্যায় 500000 কম ছিল।
তারপর 1891 এ
যখন আদমশুমারি হল দেখা গেল হিন্দুরা 18,968,655
আর অন্যদিকে মুসলমানদের সংখ্যা 19582349।
মুসলমানরা 1871 এ কম ছিল কিন্তু 1991,
মাত্র 20 বছরের পরে মুসলমানদের সংখ্যা কমা তো দুরের কথা,
মুসলমানরা সংখ্যায় অনেক অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল।
এ প্রসঙ্গে অমলেন্দু দে, “”সেন্সাস অফ ইন্ডিয়া, 1891″” এর প্রণেতা CJO DONEL যে মন্তব্য উল্লেখ করেছেন তা উদ্ধৃত করা যেতে পারে ;
ডিনেল সাহেব লিখেছেন ঃ
the slight increase of Hindus between 1872 and 1881, amounting to only 141,135 persons that of Mohammedan,
was sufficiently noticeable fact.
but from the foregoing figures it appears that 19 years ago in Bengal, proper Hindus numbered nearly half a million more than muhammadin.
**And that in space of less than two decades,the Muhammadan have not only overtaken the Hindus,
but have surpassed a million and a half. **
দেখা যাচ্ছে যে কয়েক বছরের মধ্যেই মুসলমানদের সংখ্যা বিপুল ভাবে বেড়ে যায়।
লক্ষনীয় বিষয় যখন বাংলার হিন্দু ধর্মাবলম্বীরা নতুন উত্থান ও জাগরণের চেতনায় ও গৌরবে উদ্দীপ্ত হয়ে উঠেছিল ,
তখনই মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল।

সূরজিত দাশগুপ্তের একটি উক্তি ঃ এখানকার কোন কোন রাজবংশ ইসলাম ধর্মের আদর্শ প্রণোদিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলাম প্রচারের উদ্যোগী হয়েছে।
চলবে–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *