পদ্মা ব্রিজের রূপকার
শাজাহানের তাজমহল
হাজার শ্রমিকের আত্মদান
মনি মুক্তার ঝলকানি
অপরুপ সৌন্দর্যের চমক
ধারিত্রী বিমোহিত
চাঁদোয়ার বিহ্বলব হাসি।
তাজমহলের নাই রূপকারের স্মৃতি
রূপকার ছাড়াই
এ কি সৃষ্টি ,
মর্মর পাথরের নিরব দৃষ্টি।
খরস্রোতা পদ্মা নদীতে
সেতুর স্বপ্ন,
আকাশ কুসুম কল্পনা সম,
প্রকৌশলী শফিকের কীর্তি
স্বপ্নের পদ্মা ব্রিজের সৃষ্টি।
রূপকারকে হাজারো সালাম
পদ্মা ব্রিজের মূল কারিগর
ইতিহাসে স্মরণীয় তোমার নাম
তুমি এক সাহসী বাজিকর।
এক দামাল বাঙালির
দক্ষতার স্বাক্ষর,
নিরলস পরিশ্রমের ফসল
পদ্মা নদীতে দেখি,
বাংলার তাজমহল!