যুদ্ধের দামামা
মিজাইল জাপানের
আকাশে
ড্রোন পাকিস্তানের
আকাশে
বার্মিজ হেলিকপ্টার
বাংলার আকাশে,
পৃথিবীতে নব্য দস্যুবৃত্তি অপশক্তির বল্গাহীন মহড়া।
আফগানিস্তানে
নিরীহ মানুষের বলিদান,
জঙ্গী বলে তামাশা করে,
ওরা নাকি তালেবান।
আশির দশকে
তালেবানের সৃষ্টি,
আমেরিকা করেছিল তা,
হয়েছিল অস্ত্রের বৃষ্টি।
উত্তর কোরিয়ার হুমকি,
পরামানিক বোমা ধমকি
জাপান কোরিয়া তে অশান্তি,
মিসাইল ছোড়াতে নাই ক্লান্তি।
ইউক্রেনে বুঝি পরমাণুর অস্ত্রের দামামা
হিরোশিমা নাগাসাকি,
আবার মহা ধ্বংস নাকি!