দেখি না কি হয়
সত্তর বছর আগের কথা
বাঙালিরা যায় রেঙ্গুন,
নতুন নতুন ব্যবসা,
নানা ফন্দি-ফিকির,
বার্মিজ নারীর সাথে বিয়ে
রং তামাশা,
টাকা পয়সা নিয়ে উধাও,
বার্মিজ নারীকূলে হতাশা।
প্রতিশোধ নেওয়ার ছলে
এলো মর্টার শেল,
বার্মিজ রাষ্ট্রদূত চা খায়
শুধু মেরেছে একটি ঢিল।
দেখি না কি হয় বলে
বাংলাদেশে হাসে
এবার গুলি আসে
যুবক মৃত্যুফাঁদে।
প্রতিবেশীর ভ্রূকুটিতে
স্বাধীনতা বিপন্ন,
বাংলাদেশ গর্জে ওঠো
সামনেই নবান্ন।