কী রহস্য কি হেতু
রহস্যে ঘেরা সৃষ্টির খেলা
মানবের আগমন
কিছুক্ষণ পৃথিবীর পান্থশালায় অবস্থান
আবার মহাপ্রস্থান, দমন।
জীবন সংগ্রাম দুঃসহ যন্ত্রনা
চারিদিকে কুটিলতা কুমন্ত্রণা।
মাঝেমধ্যে বৃষ্টি
ক্ষণিকের প্রশান্তি
পাপ-পূণ্য খেলার
কঠিন পরিণতি।
লোওহ মাহফুজে সবকিছু লেখা
সেই বহু বহু পূর্ব থেকে
জন্ম-মৃত্যু ভাগ্য নির্ধারিত
জীবনের ছবি আঁকা।
তবুও পৃথিবীর পান্থশালায়
কত আয়োজন কত খেলা,
যন্ত্রির হাতের যন্ত্রের মত
পুতুলনাচের মেলা।
জন্মের সাথেই মানবের গলায়
তকদীরের দড়ি
টেনে নিয়ে যায় জাহান্নাম বা
জান্নাতের দিকে—-
বান্দার প্রশ্ন ?
কি রহস্য কি হেতু?