মাহেরও জামালপুর
মাহের যখন জামালপুরে
হেসেখেলে রোদে পুড়ে
একটা পায় প্রজাপতি
যেন সেটা হীরামতি।
দাদি বসে ঘাসের উপর
চলে নাতির খেলা
লাফালাফি দৌড়াদৌড়ি
যায় যে এবার বেলা।
দাদা নাতির দৌড়ে ,
কে হারে কে জিতে,
নাতির কাছে হারে দাদা
মাহের খুশিতে সাদা।
দামাল মাহের ছোটে শুধু
বিভূতিভূষণের অপু
কাশবনটা কাছে নেই
ট্রেন বাজায় না ভপু।