সৃষ্টি কার্যের ব্যাপারে আমরা বিন্দুমাত্র অমনোযোগী ছিলাম না।

0


সূরা আল মুমেনুন/–১৭


প্রথম অনুবাদ অনুসারে আয়াতটির অর্থ ,
এসব কিছু আমি যা সৃষ্টি করেছি তার কোনো আনাড়ি হাতে একটি উদ্দেশ্যহীন ভাবে পয়দা করা হয়নি বরং সবকিছুকেই একটা সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী জ্ঞানের সঙ্গে সৃষ্টি করা হয়েছে, গুরুত্বপূর্ণ নিয়ম-বিধান তার মধ্যে কার্যকরী আছে। সমগ্র বিশ্ব ব্যবস্থায় তুচ্ছ থেকে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন জিনিসের মধ্যে এক পরিপূর্ণ পারস্পরিক সংগতি- সমঞ্জস্য দেখা যায়
এ বিপুল বিরাট কারখানার মধ্যে প্রতিদিকেই এক উদ্দেশ্যমূলকতা দৃষ্ট হয়, যা মহান স্রষ্টার জ্ঞান কৌশলের প্রমান ও নিদর্শন।

দ্বিতীয় অনুবাদের অর্থ করা যায়, এইভাবে এ বিষয়ে আমি যত কিছু সৃষ্টি করেছি তাদের কোন প্রয়োজন থেকে আমি কখনো উদাসীন হই নাই এবং
তাদের কোন অবস্থা থেকে আমি কখনো অনবহিত নই ।
কোন জিনিসকে আমি আমার পরিকল্পনার বিপরীতে চলতে দেই না। কোন জিনিসের প্রকৃতগত চাহিদা ও প্রয়োজন পূরণের ব্যবস্থা করতে আমি ত্রুটি করি না। এবং প্রতিটি অনু ও প্রতিটি অবস্থা সম্পর্কে আমি পূর্ণ অবহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *