জীবন নৌকা
পাল তুলে নৌকা চলে
নদীর ঝিরঝির স্রোতে
তির তির বেগে ছুটা,
সাঁঝবেলায় নোঙ্গর
স্বপ্নের ঘাটে।
খরস্রোতা নদীতে
নৌকা চলে হেলে দুলে
নীড় হারা পাখির মত
হতাশ জীবন কাব্যের
অজানা ঠিকানায়।
কপোত কপোতির নৌকা
পত পত উড়ে চলে
নোঙ্গর ফেলে স্বপ্নের ঘাটে,
নির্জন দ্বীপের কিনারায়।
জীবনের ঘূর্ণিপাকে
উত্তাল ঢেউয়ের ফাঁদে
নৌকা চলে হেলে দুলে
ছেঁড়া পাল নিয়ে
ভেসে যায় অজানায়।