তুমি আসবে বলে
তুমি আসবে পালকিতে চড়ে,
তুমি আসবে বলে
আজকে রাতটা রূপসজ্জায় ব্যস্ত,
খাটের উপাশটায় তূমি
চোখের ভ্রম সম
কোল বালিশটা হাসে
তুমি আসবে বলে
বিছানার চাদরটা
সরমে ঘুমটা দেয়
তুমি আসবে বলে।
১৬ টা বছর তুমি পাশে নেই
বাজিকর পাখিদের কিচিরমিচির
করছে যেন পরীর জিকির
দোলনায় কেউ বসে না
তবু অপেক্ষায় সবাই
তুমি আসবে বলে।
১৬ টি বছর পর
কাল তুমি আসবে
কিভাবে বরণ করি
বুকে জড়িয়ে আদর করি
সোনা মুখটা খামছে ধরি।
তুমি আসবে বলে
তাই এত আয়োজন
বাশ মাতা মাছের ঝোল
পটলের দোমলা
সরষে ভাটা ইলিশের মতন।
তুমি আসবে বলে
তাই এত আয়োজন।