উন্নয়নের একটি সংজ্ঞা
উন্নয়নের একটি সংজ্ঞা বিভিন্ন স্থাপনা যেটা জিবিতে এড হয়।
কিন্তু এখানে priorityর ব্যাপারটা চলে আসে। পদ্মা ব্রিজ একটি সঠিক সিদ্ধান্ত। এই মুহূর্তে রেল লিং কেসটা দরকার ছিল না যেটা ব্যয়বহুল এবং ওই প্রজেক্টটা আমাদের কিছুটা ক্ষতি ডেকে আসবে। কেমন হবে রূপপুর পাওয়ার প্লান্ট পাওয়ার প্লান্ট। কর্ণফুলী টানেল। এরকম অনেকগুলোতে বাজার হার এর সুদে লোন সংগ্রহ করা হয়েছে স্বল্পমেয়াদী। ও প্রাইভেট সেক্টরে স্বল্প মেয়াদের লোন অধিক হতে,,
এই মুহূর্তে সাহায্যকারী সংস্থা , স্বল্প সুদে লংটার্ম লোন দিতে অনিহা প্রকাশ করছে। একটা বিলাসবহুল দোতলা বাড়ি করে যদি আমার খাবার সংগ্রহ করতে ব্যর্থ হই, তবে আমার এই উন্নয়ন আমার কাজে কি লাগলো?
বিভিন্ন মেগা প্রজেক্ট এর জন্য এই মুহূর্তে আমাদের কারেন্ট একাউন্টের অবস্থা দূরবিসহ!
আমরা দু’বছর পর লোনের কিস্তি সময় মতো পরিশোধ করতে পারব কিনা সে ব্যাপারে সমূহ দুর্ভাবনা আছে। এ ব্যাপারে বিজ্ঞজনেরা অলরেডি বলেছেন , দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন দাতা সংস্থান নিকট আবেদন করতে, লোন গুলো কিস্তি রিসিডিউল করার জন্য।
একই সময়ে একাধিক উন্নয়নের প্রজেক্ট নেওয়ার ফলে এখন , ইন্টারনেসনাল মনিটরি ফার্ম থেকে,আইএমএফ imf
থেকে বিভিন্ন কঠিন একাধিক terms conditionsর বেড়াজালেও 4.5 বিলিয়ন লোন নিতে হচ্ছে।
আই এম এফ
এর প্রধান দাবি ছিল তেল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া। ওই একটি
কারণে প্রতিটি দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে গিয়েছে, , প্রতিটি দ্রব্য মূল্য এখন আকাশ ছোয়া।
৩৫ টাকা র লাক্স সাবলাগছে আমার এখন 50 টাকা, আরবের ৯০ টাকার দই এখানে ১১০ টাকা।
৪০ টাকা পাউরুটির দাম এখন পাউরুটির দাম ৫৫ টাকা।
স্বল্প আয়ের লোকদের এখন ত্রাহী মধুসূদন অবস্থা। কালকে আমি আমার পরিচিত এক উবারে চলেছিলাম, খুবই কাতরভাবে বলল ,
স্যার এই দ্রব্যমূলের বাজারে আর চলতে পারতেছি না।।
আমি বিরাট বহুল গাড়ি কিনলাম তার তেল কিনার টাকা নাই
তবে এই গাড়ি কোনার ফায়দা তো নেওয়া যাচ্ছে না!
অবমৃষ্যকারিতার মতো অধিক অধিক উন্নয়নের ফলে আমরা সত্যিকার অর্থে বিপদে পড়ে গেছি।
আমরা যদি কিছুটা ধীরে চলো নীতি গ্রহণ করতাম তবে এমন অবস্থা হতো না। ব্যাপারটার জন্য নীতি নির্ধারকরা সম্পূর্ণ দায়ী।