শরতের মিছা মেঘ
শুনেছি বহুকাল
শরৎ এখন বর্ষাকাল
ঋতুচক্রের নতুন অকাল।
সকালের গুড়ি গুড়ি বৃষ্টি
একি অনাসৃষ্টি
শরতের হাওয়া কই,
আকাশে কোথায়,
মিছা মেঘের মই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *