একটি যন্ত্র মোহনী যাদুর মন্ত্র, নাকে খত দিয়ে দিয়েছে দাসত্ব, মুখরা রমণী বশীকরণের মত নিজে নিজেরই কাছে বশ, ঢেউয়ের তালে তালে সময় গড়িয়ে চলে, যন্ত্রটি যখন কানে, নাই কারো কোন হুশ।
মন্ত্রণা না কুমন্ত্রণা! যখন যেমন বন্দনা পৃথিবী হাতের মুঠোয় এ আরেক যন্ত্রনা।