আল্লাহর ইচ্ছা ও সন্তোষ, আল্লার ইচ্ছা ও অসন্তোষ -শেষ পর্ব

0

আল্লাহ কখনও তাহার অলৌকিকত্ব ও প্রাকৃতিক শক্তি প্রয়োগ করিয়া ইমানহীন ব্যক্তির মধ্যে ঈমান প্রবেশ করাবেন, ঈমান আনতে বাধ্য করবেন,
কিংবা জিন ও মানব শয়তানকে মুত্তাকীদের পথ হইতে সরাইয়া দিবেন,
এমনটা আশা করা বৃথা।

বরং মুত্তাকী ব্যক্তির,
হাত-পায়ের যাবতীয় শক্তি ও সর্বপ্রকার উপায় দিয়ে,
এই সত্য পথে চলিতে হইবে।
তোমারা যদি বাস্তবিক ভাবে হক ও নেকি এবং সত্য ও সততার জন্য কাজ করার সংকল্প গ্রহণ করিয়া থাক,
তাহলে তোমাদেরকে বাতিলপন্থীদের মোকাবেলা করার প্রচেষ্টা চালাইয়া,,
তোমাদের সত্যপন্থী হওয়ার বাস্তব প্রমান দিতে হইবে।
অলৌকিক শক্তি দ্বারা যদি বাতিলকে পরাজিত করা এবং সত্যকে জয়যুক্ত করা
যদি,
আল্লাহর নিয়ম হইত,
তবে মুত্তাকী লোকের কোন প্রয়োজন ছিল না।
আল্লাহ নিজে নিজে ব্যবস্থা করে দিতেন,
দুনিয়াতে কুফরী প্রকাশ করার কোন অবকাশ কোথাও থাকতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *