ফাইসা গেছি
৮৩ তে জাপানের কিয়াটো,
গ্লোবাল ওয়ার্মিং এর সম্মেলন
বিশেষজ্ঞদের আশঙ্কা দুমড়ে-মুচড়ে গেল,
উন্নত বিশ্বের সর্বনাশা চাপে
প্রতিরোধে সমস্ত নীতিমালা,
মাটিতে লুটিয়ে ধুলিস্যাৎ।
উন্নত বিশ্বের আজন্ম ধারণা
সব কিছুতেই শ্রেষ্ঠতর ,
জলবায়ু পরিবর্তনে
হবে না কোন বিপর্যয়,
দুই যুগ তারা দেখালো বুড়োআঙ্গুল,
পৃথিবী কে বাঁচাতে দারুন অবহেলা,
হঠাৎ শুরু হলো
প্রকৃতির নিদারুণ খেলা।
উন্নত বিশ্বেও গরমের তাণ্ডব,
সমুদ্র সৈকতে খুঁজে আশ্রয়,
দুই যুগের রেকর্ড ভঙ্গ
তাপমাত্রার ঊর্ধ্বগতি,
দুঃসহ গরমের ঘুরপাকে,
অবাক বিস্ময়ে দেখে
মৃত্যুর হাতছানি।
তৃতীয় বিশ্বেই গরমের তাণ্ডব সমুদ্র উচ্চতায় কতক দেশের ভরাডুবি,
এমনটাই ভেবেছিলো তারা,
ছিল নিশ্চিন্তের দন্ত হাসি।
প্রকৃতির নির্মম প্রতিশোধ,
গরমে এখন তারা ঘর ছাড়া,
বিপর্যস্তের নতুন ধারায়
কম্পিত উন্নত বিশ্ব বাসি,
রক্ত চক্ষু মেলে বলে
আমরাও ফাইসা গেছি!
রচনাকাল ;
রাত দশটা
২০-০৭-২০২২