আড্ডা দিতে ভালো লাগে, ভরে যায় হৃদয় মন, রসের আড্ডায়, আহা মরি মরি, অন্তিম বেলায় নাই যে ঘড়ি। সময়ের সাথে পাল্লা দিয়ে চলেছিল জীবন গাড়ি ফুরসত ছিল না এতোটুকু, বন্ধুরা দিয়েছিল আড়ি। জীবনের সন্ধ্যাবেলায় বন্ধু খুঁজে ফিরি, পথ হারিয়ে যারা এসেছে তারাই বন্ধু বুঝি।