এক মহা ‘রূহ ‘ সম্মুখে রয়েছে বলে অনুভব করে,
এক বিখ্যাত দার্শনিক লিখেছেন,
নৈতিক চিন্তাভাবনাকে কেন্দ্র করেই সভ্যতা ও সংস্কৃতি দানা বাঁধে। তা দুনিয়ায় এমন ভাবে আবর্তিত হয় যেমন করে দরিদ্র পীড়িত ও আশ্রয়হীন লোকেরা ইতস্তত ঘুরে বেড়ায়।বিশ্বলোক সম্পর্কিত এমন কোন মতাদর্শ আজ পর্যন্ত প্রণীত হতে পারে নাই, যা এসব নৈতিক চিন্তাভাবনাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পেরেছে। এ কারণেই ঈমানদার সুলভ ওয়াদা প্রতিশ্রুতির শক্তিশালী ও জাগ্রত আত্মার গতিশীলতার পরিবর্তে অসংবদ্ধতা-ও স্থূল ভাবনাচিন্তা , দুনিয়াকে একদিক থেকে ধাক্কা দিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছে।
ফলে দুনিয়াটা অর্থহীন ও ক্ষতিকর কার্যকলাপে লীলা ক্ষেত্রে পরিণত হয়ে গেছে। দুঃখের কথা আমরা অন্ধকারাচ্ছন্ন যুগে অন্ধের মত পরিভ্রমণরত রয়েছি।

আল্লাহহীন,
★ধর্মহীন প্রাচ্য পাশ্চাত্য সভ্যতার এ এক যথার্থ চিত্রায়ন। ★

★উল্লিখিত পাশ্চাত্য দার্শনিক নিজেদের সভ্যতা ও সংস্কৃতি গভীরভাবে অধ্যয়ন করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, দুনিয়ার সংকট অর্থনৈতিক নয় বরং নৈতিক। মূল্যবোধের অবক্ষয় ★
তিনি নৈতিক পুনর্জাগরণের একজন বড় সমর্থক,
তিনি আরো লিখেছেন,
যথার্থ অবস্থা ও মৌলিকতা কে প্রতিনিধিত্ব করে যেসব শক্তি; তন্মধ্যে ঃ
নৈতিকতা, মূল্যবোধের স্থান সর্বপ্রথমও সর্বোচ্চ।

আলোচ্য দার্শনিক পূর্ণ শক্তি দিয়ে ঘোষণা করেছেন যে,
বর্তমান সভ্যতার গোটা প্রাসাদ চুরমার করে দিয়ে তাকে ধর্মীয় ও নৈতিক ভিত্তি তে পুনর্গঠিত ওসুপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত, দুনিয়ার বিপর্যস্ত অবস্থার অবসান হতে পারে না।

তিনি আরো বলেন,
বর্তমান বিপর্যয় কোন সভ্যতাকে অক্ষুন্ন রেখে কোনটিকে নিশ্চিহ্ন করে দেয়া হবে,
সেটা কোনো সমস্যা নয় বরং একটা নবতর সভ্যতা সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলাই হচ্ছে আসল সমস্যা।

2 thoughts on “নৈতিকতা ও মূল্যবোধ

  1. Hey outstanding website! Does running a blog such as this require a lot of work?

    I’ve absolutely no knowledge of computer programming however I was hoping to
    start my own blog in the near future. Anyway, should you have any ideas or tips for new blog owners please
    share. I understand this is off topic nevertheless I simply had to ask.
    Appreciate it!

  2. I’m now not sure where you’re getting your information, but great topic.
    I needs to spend some time finding out more or working out more.
    Thank you for wonderful info I used to be in search of this info for my mission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *