সেই ছোট্টটি ছিলাম যখন
এলিফ্যান্ট রোডে
মসজিদের পাশেই বিশাল
বন বাঁশঝাড়।
গরিবের মেয়ের বিয়ে
কাগজের ফুলে ঘর সাজানো
কাগজের কানের দুল
ঝাপসা স্মৃতি যদিও।
বড় মাঠটাতে বিকালে
আমরা এ খেলায় মত্ত
হইচই রই রই
বহু কিশোরের মেলা।
ঘুড়ি উড়ানোর উৎসব
ঘুড়ি কাটাকাটি তে
চিৎকার-চেঁচামেচি
কাটা ঘুড়ি উড়ে যায়
তেপান্তরে বুঝি।
শান্ত শৈশবে ছিল
প্রশান্ত হৃদয় মন
ভাঙ্গা কাচের টুকরা

পেতাম মুরালি কটকটি।
ছিলনা রেডিও-টিভির বাহার
ঘরের খেলা ছিল
লুডো আর চোর পুলিশ
ছিলনা গুরুজনের
আচমকা ধমকানি মার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *