কান
প্রাণীজগতে সবারই দুটি কান। মানুষেরও দুটি কান।
কান নিয়ে অনেক কথা;
কানাকানি, কান কথা,কান
ভারি করা, কান পাতলা ইত্যাদি ইত্যাদি।
কান আছে বলেই আমরা শব্দ শুনি,
নদীর কুল কুল শব্দ
বৃষ্টির রিমঝিম শব্দ
কোকিলের কুহু কুহু শব্দ।
বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে
কান্না করে।
কান্নার মধ্যমে সে শব্দ তৈরি করে এবং কান দিয়ে তা শুনে,
আমরাও শুনি।
কানের সমস্যা একটাই।
অনেক সময়
আশেপাশের কুকথা আজেবাজে কথা, চিৎকার-চেঁচামেচি,
কানে আসবে ই,
শুনতে হয়।
চোখের ক্ষেত্রে,
চোখের দৃষ্টি সরিয়ে অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু কানের বেলায় তা সম্ভব নয়।
এক বৃদ্ধা মামলা ঠুকে দিল তার স্বামীর বিরুদ্ধে।
অভিযোগ,স্বামী চিৎকার করে ,
আজেবাজে কথা বলে, চেঁচামেচি করে।
বিচারক বললেন,
আপনিও বিনিময়ে তাকে কটু কথা শুনান, চিৎকার করেন।
বৃদ্ধা বললো,
সেখানেই তো সমস্যা!
বিচারক বললো,
কি সমস্যা?
বৃদ্ধা বললো,
যখনই আমি চেঁচা মিচি শুরু করি,
কটু কথা শুরু করি,
সে কানের যন্ত্রটি খুলে রাখে।