অন্ধের হাতি দেখা ও ইসলাম

0

অন্ধ কখনো পুরো হাতিটা দেখতে পায় না। একজন অন্ধ হয়তো হাতির পা, স্পর্শ করতে পারে,
ভাবে,
ওটাই একটা হাতি।
আরেকজন অন্ধ হাতির কান টা, হাতরিয়ে ভাবে,
ওটাই হাতি।
মোহাম্মদ সাঃ,
এর নিকট প্রেরিত প্রথম ঐশী বাণী হচ্ছে,
ইকরা ইকরা ইকরা অর্থাৎ পড়ো পড়ো পড়ো। জ্ঞান অর্জন কর।
প্রসিদ্ধ হাদিস আছে,
জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে চলে যাও!
আমরা মুসলমানরা কুরআন না বোঝার কারণে অন্ধ হয়ে গেছি।
অন্ধ যেভাবে হাতি দেখে,
আমরা সেভাবে ইসলামকে দেখি।
এয়ারকন্ডিশন ঘরে যদি মাথাটা ঢুকিয়ে রাখা হয়,
দেহ যদি বাইরে গরম থাকে,তবে যে অবস্থা হবে ,
ইসলামকে পরিপূর্ণভাবে না জানলে,
সেই অবস্থাই হবে।
শুধুমাত্র তেলাওয়াত করে, মুখস্ত করে,
কোরআন কি বুঝা সম্ভব?
কুরআন বুঝার জন্য চিন্তা ভাবনা দরকার,
গবেষণা দরকার এবং অনেক সময় দেওয়া দরকার।
সূরা বাকারা 43 নম্বর আয়াতে যেটুকু বলা আছে, সেটুকু টু পড়লে বা মুখস্থ করলে কি তার তাৎপর্য বুঝা যাবে?
অথচ এই আয়াতের মধ্যে ,। বিশাল তাৎপর্য লুকিয়ে আছে,
তাফসীরে
সত্যের সাক্ষ্যে
তা বর্ণিত।
যেকোনো একটা মাসালা নিয়ে 10 জন আলেম,
10 প্রকার কথা বলে। কারণ তারা যেটুকু মুখস্থ করে, যা বুঝেছে, তার ওপরই বক্তব্য দেয়।
তাই কোরআনের প্রকৃত অর্থ বিকৃত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *