আসিরের একটি সন্ধ্যা
আসির এখন ট্রেনে
রোবট নানু দুলে,
জ্যান্ত নানাভাই হাসে,
ট্রেন চলে,
ঝিক ঝিক্
ভুতের চিৎকার,
হাহা,হিহি,
আসির ভয়ে
থরথর,
সাদা ভুত
নাড়ায় হাত
আসির বলে,
বাপরে বাপ।
হাসের পিঠে
নানাভাই
সামনে বসে আসির,
হেলে দুলে ভাসে,
আসির খুশীতে হাসে।
চাইনিজে ডিনার
থাই সুপ আর ফ্রাইড রাইস
মিল্কশেকের সাথে আসিরের হ্যান্ডশেক,
পপ চিকেন অনেক মজা
নাই তিলের খাজা?