মুখোশ
মুখোশ পরা ছল রে আমার মুখোশ পরা ছল,
এই মুখোশ পরেই আমি সবকিছু করবো রে বিকল।
এই মুখোশ পরা ছল।
মুখ দেখে বোঝা যায় না
আমার কি ঢং
মুখোশের আড়ালে হাসে
মনের কালো রং।
এই মুখোশ পরা ছল।
হাসিমুখে কথা বলি
মুখোশে বক্র আমি,
দেখতে পায় না কেহ,
ভন্ড হয়েও ঘুরে বেড়াই
সকলের বাহ বাহ কুড়াই,
সবখানে আমার জয়।
এই মুখোশ পরা ছল।
সার্কাসে মুখোশ পরে
জোকার সেজে নৃত্য করে
কত না হাস্যরস,
সকলের হৃদয়ে
মুক্তা ঝরে।
সত্তিকারের মুখোশ এটা
সবাই দেখতে পায়,
আমার মুখোশ
অদৃশ্য মুখোশ,
সবাইকে ঠকায়।
এই মুখোশ পরা ছলরে আমার, এই মুখোশ পরা ছল!!