রোজাদার উপবাসের মাধ্যমে তাকওয়া অর্জন করে।
তাকওয়া অর্থ আল্লাহ ভীতি Fear
আল্লাহর আদেশ পালন করা obedience
উপবাসের মাধ্যমে রোজাদারের রুহ বা কলব্ শক্তিশালী হয়। তখন সে সমস্ত মন্দ কাজ বা মন্দ চিন্তা থেকে নিজেকে সহজেই বিরত রাখতে পারে। এবং তাকওয়া অর্জন করে।

কিন্তু রোজাদারের নফস যদি শক্তিশালী হয়,
তবে তা খারাপ কাজে বা খারাপ চিন্তায় উৎসাহিত করে।

কিভাবে রোজাদারের রুহ শক্তিশালী হয় এবং নফস দুর্বল হয়?
—–অল্প ভোজন বা পরিমিত খাদ্য আহার,
যার জন্য রোজাদার ক্ষুধার কষ্টও ভোগ করে৷।
ক্ষুধার মধ্যে রয়েছে প্রজ্ঞা!

অতিভোজন নফসকে শক্তিশালী করে,
রূহকে দুর্বল করে।
তখন অতি সহজেই রোজাদার মন্দ কাজে বা মন্দ চিন্তায় উদ্বুদ্ধ হয়।
তাই হাদিসে আছে,
যুবকের যদি বিবাহের সামর্থ্য না থাকে,
তবে তাকে রোজা রেখে নফসকে দুর্বল করতে হবে।###মসজিদের আলোচনার সূত্র ধরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *