মুসলমানের দায়িত্ব কর্তব্য
মুসলিম জাতি হচ্ছে এমন একটি কেন্দ্রীয় জাতি যারা গোটা মানবজাতির কাছে এমন ভাবে সত্যের সাক্ষ্য হিসেবে ফুটে উঠবে যে মনুষ্যত্বের চমৎকারিত্বকে,
যারা হবে সত্য ও ন্যায়ের ধারক ও বাহক,
ন্যায়-নীতি ইনসাফ কায়েম করবে,
তুলে ধরবে তারা সবার সামনে সত্য নীতি, জীবনের মূল্যবোধ ও সত্য মিথ্যার পার্থক্য করার মাপকাঠি।
ফলে এহেন ব্যক্তিরদের পরামর্শ ও মতামত জনগণের কাছে নির্ভর যোগ্য মনে হবে,
তারা,
প্রচলিত সমাজব্যবস্থা রীতিনীতি, দৃষ্টিভঙ্গি, সত্য-মিথ্যা নির্ণয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দান করবেন।
জানিয়ে দেবেন,
কোনটা সত্য আর কোনটা মিথ্যা।
তারা গ্রহণ করবে না,
অন্য কোন মানুষ থেকে নেয়া কোন দৃষ্টিভঙ্গি,, মূল্যবোধ বা কোন মানদন্ড।
কেননা তারাই তো আল্লাহর পক্ষ থেকে গোটা মানবজাতির জন্য তদারককারী এবং সত্যের সাক্ষ্য হিসেবে নিযুক্ত হয়েছে।
তাদের দায়িত্ব দেয়া হয়েছে মানুষের মধ্যে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করা এবং হক ও ইনসাফের সাথে বিচার-ফয়সালা করা।
আর এভাবেই তারা সারা দুনিয়ার মানুষের মাঝে সত্যের সাক্ষীর ভূমিকা পালন করবে এবং রসূলের তাদের জন্য সত্য সাক্ষী হিসেবে নিজেকে পেশ করবেন।উম্মতের যাবতীয় কার্যকলাপ,অভ্যাস ও রীতিনীতির নির্ধারণকারী হবেন তিনি। যে কোন চিন্তা ভাবনা বা পছন্দের সঠিকতার কথা বিবেচনা করে তিনি দিবেন শেষ সিদ্ধান্ত।