★আমরা সত্যিকার অর্থে আলো-আঁধারের মাঝখান দিয়ে ছুটছি ! ★
আমরা আধারকে আলো ভেবে তার ভিতরে ঢুকে যাচ্ছি!
আলো হলো জান্নাত,
আঁধার হল জাহান্নাম।
চারিদিকের কুলুষিত সাংস্কৃতিক অঙ্গনে, (নববর্ষ উৎসব,
বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন উৎসব)
গড্ডালিকা প্রবাহে আমার জান্নাত ভেসে যাচ্ছে —আমার কিন্তু হুশ নাই,
আমি গভীরভাবে ভেবে দেখছি না,
আমি কি করছি?
কাদের সাথে আমি হাত মিলিয়েছি?
এভাবে কি আমার আল্লাহকে খুশি করতে পারব?
আমরা পরিবার-পরিজন নিয়ে জান্নাতে যেতে পারবো?
একাত্তরের পর ধীরে ধীরে যে সাংস্কৃতিক বিপ্লব ঘটেছে,
সেটা কি ইসলামের পক্ষে যায়?
এই কালো মুখ নিয়ে হাশরের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারব ???