পাহাড় একাকী দাঁড়িয়ে
শতাব্দীর পর শতাব্দী
একই ধ্যানে কেটে যায়
দিন ক্ষণ,
বিরহের জ্বালায়
পুড়ে মন ।
পাহাড়ের গহীন কোণে
মুণি ঋষির আগমন,
তপস্যারত রাতদিন
চরম ঠান্ডায় ও তাদের
দেহ-মনে
শিহরণ কম্পন।
পাহাড়ের বুক চিরে
ঝর্ণার ঢল
প্রকৃতির অপরূপ দৃশ্য,
মানবের চিত্ত হয় হরণ
চলে পাহাড়ের কান্না।