অবুঝ ভালোবাসা
ভালোবাসা মানে কি
কপালে একটি চুম্বন,
ভালোবাসা মানে কি
প্রিয়াকে বলা-
তোমাতে হারায় হৃদয়-মন।
ভালোবাসা মানে কি
চকিত হাসির ঝলকানি
ভালোবাসা মানে কি
টেবিলে সাজানো ফুলদানি।
ভালোবাসা সহজ নয়
যদি ভালোবাস,
প্রিয়ার বিষন্ন মুখে
ফোটাও মধুর হাসি।
ভালোবাসা পাখির ডানা
ঝটপট গুমড়ে মরে
ভালোবাসার একটি চাহনি
হৃদয়ে মুক্তা ঝরে।
ভালোবাসা মানে গভীর রাতে
প্রিয়াকে করা আলিঙ্গন
অহর্নিশ সুখের মাতন
শিহরিত আনন্দের আয়োজন।
ভালোবাসা মানে
সুখে দুখে
হাত ধরে থাকা
ভালোবাসা মানে
সারাটি জীবন
একই সাথে পথচলা।