কুরআনের অনেক জায়গায় একের সঙ্গে অন্যের

তুলনা উপস্থিত করা হয়েছে।

এই তুলনা উপস্থিত করার ব্যাপারে একটি অবিশ্বাস্য মিল অবলম্বন করা হয়েছে এবং তা হচ্ছে যে দুটির নাম অথবা বস্তুকে আল্লাহতালা সমানসংখ্যক ভাবে উল্লেখ করেছেন,

যাদের মধ্যে মিল পরিলক্ষিত হয়।

সুরা ইমরানে

আল্লাহ বলেছেন,

আল্লাহতালার কাছে ঈসার তুলনা হচ্ছে আদমের মত।

এটা সত্য যে আদমের পিতা-মাতা ছিল না এবং ঈসার

পিতা ছিল না।

এখন তুলনায় সত্যতা প্রমাণ পাওয়া যায়,

যখন,

আমরা কোরআন শরীফের দুটি নামের কত সংখ্যা,

অনুসন্ধান করে।

কোরআন শরীফে ঈসা আলাই সাল্লাম এর নাম এসেছে ২৫বার তেমনি আদম আলাই সালাম এর নাম এসেছে ২৫ বার।

এরূপ তুলনার ক্ষেত্রে একটি অলৌকিক বিষয় হলো যেখানে তুলনাটি অসম,

সেখানে সংখ্যা দুটি অসম করা হয়েছে।

সুদ ও

বাণিজ্য এক নয়।

কোরআন শরীফে বাণিজ্য শব্দটি সাতবার এসেছে

এবং সুদ শব্দটি ছয়বার

এসেছে

তেমনভাবেই জান্নাতের সংখ্যা হচ্ছে ৮,

জাহান্নামের সংখ্যা হচ্ছে ৭,

কারণ এ দুটাও,

অসম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *