রোজা ও খুদি
শুধু উপবাসে রোজা?
হচ্ছে আমল নষ্ট
কি জবাব দেবে,
হে খোদার ভক্ত!
মন্দ খারাবী, ফেলো ঝেরে
নফস কে কর শাসন
খুঁদির শক্তিতে হও বলিয়ান
বানাও খোদার আসন।
রোজা তো নয় শুধু উপবাস
আত্মাকে দাও পরিতৃপ্তি
শরীরের পাপ মুছে নাও
অন্ধ হোক শয়তানের কুদৃষ্টি।
রোজা আর ইবাদতে
বাড়াও অন্তরের খুদি
সারাটি বছর যেন হয়,
পাপ থেকে মুক্তি।