মাহে রমজান
রমজান এলো আবার, শুনি রমজানের গান
আনন্দের আয়োজনে নাচে মোর প্রাণ।
তারাবির তেলাওয়াতে মন প্রশান্ত
রুকুর পর রুকুতেও শরীর নয়,
পরিশ্রান্ত।
রমজানে ঘরে ঘরে
কুরআন খতম,
রাতদিন তাই
তেলাওয়াতের মাতন।
ইফতারের টেবিলে খাবারের মেলা
বসে আছি, কখন যাবে বেলা।
আযানের সুমধুর সুরে ভরে মন প্রাণ
রুহ-হাফজা দেয় প্রশান্তি ,
জুড়ায় মোর জান।
রোজার উপবাস নয়,
তাকওয়া চাই
মন্দ কাজ থেকে দূরে, এখন শয়তান নাই।
এই সুযোগে শুধু ভালো কাজে মহড়া
ফেরেশতারা সবখানে দিচ্ছে পাহারা।
আল্লাহ ভীতি জাগে মনে তাকওয়ায় সিক্ত
খোদার প্রেম থেকে কখনো, না হই রিক্ত।
রোজার মহত্ব বুকে
আছে সঞ্চয়
কাটবে আগামী দিন,
তাকওয়ার জয়।