নারী
নারী যদি হয় অনিষ্টের মূল
নারীর কথা বলে
করেছ ভুল,
বহু পাতায় তোমার নারীর বন্দনা
হুরপরী সেও তো নারী
কতনা রূপের বর্ণনা।
পুরুষের চোখে পরেনা পলক
রূপসী নারীর রূপের ঝলক
নিচেই থাকবে চোখের দৃষ্টি
তবে করেছে কেন এত রূপের সৃষ্টি!
মৌমাছি ছোটে মধুর লোভে
পুরুষ ছুটের রুপের তরে
চোখের পদ্মা দিতে বলে খুদা
হুুরেরা তবে কেন মরে।