মাহেরও নানা বাড়ী
মাহের যায় নানা বাড়ি
খুলে দেখে রসের হাড়ি
পপকর্ন এর ভীষণ ভক্ত
নাগেট হয়েছে বড় শক্ত।
নিনাকে বলে
এবারে খেলো,
এদিক-ওদিক তাকাবেনা
আমায় শুধু গল্প বলো।
নানা মুচকি হেসে বলে,
বিছানায় করো লাফালাফি
নীনা আসে লাঠি নিয়ে
মাহের নিভায় ঘরের বাতি।
এ ঘর, ও ঘর ছোটা ছোটি,
এতেই অনেক খুশি
রিকশা -খেলনা বড় প্রিয়
আছে খেলনা দেশি।
এবার মাহের খাবার খুঁজে
পেটে তার খিদা,
নীনা আনে ভাজি রুটি
মাহের এখন সিধা।