আপেল ও হুরী
মানবের এত সুন্দর ভুবন
নারী গাড়ি অট্টালিকা
সোনা চাঁদির সমাহার
দামি গাড়ি আর
কাজল কালো নয়ন।
জীবন মরণের সঙ্গী প্রয়োজন
যাকে নিয়ে আনন্দের আয়োজন
নিঃসঙ্গতা মানব যাতন,
সঙ্গী বিহনে হাহাকার জীবন।
যুগ জনমের সাথী
সুন্দরী ললনা,
আপেল আনারের সমাহার
রসে টইটম্বুর বেদানার দানা।
বেহেশতে অপ্সরার মেলা
ফলের সমাহার দুধের নহর,
নাই অট্টালিকা আর
জমকালো শহর।
দুনিয়াতে চাই সুন্দরী নারী
বেহেশতেও সাথী হবে
হাজারো হুরী।