সাথী
বেহেশতের বাগানে আদম শুনে
তিতির পাখির গান,
আপেল ডালিম কমলা
চারিদিকে আনন্দের কলতান।
নিঃসঙ্গতায় আদমের বিষাদভরা প্রাণ
মনের আকুতিতে নিংড়ে কাঁদে
হৃদয়ে যেন কাহারো ধ্যান!
আদমের জন্য খোদার উপহার
সঙ্গী হয়ে এলো হাওয়া,
দুজনের হাসি গানে
বেহেশতে আনন্দের কলতান।
সঙ্গী ছাড়া মানব বিষাদে কাতর
বিষন্ন সারাক্ষণ,
কর্ম ও অর্থের মাঝে ঝুরায় নিঃসঙ্গ প্রাণ।
গরব করিয়া জীবন পথে
চলে চির কুমার,
জীর্ণশীর্ণ হৃদয় খানি
নিঃসঙ্গতায় শুধু হাহাকার।
স্বামী স্ত্রী একে অপরের পরিচ্ছদ
করে না কেহ তা মান্য
সঙ্গী থেকেও সঙ্গী নাই
পিচাশের হাসি হয় ধন্য।