আবার সকাল হবে
বহুদিন আগে বা বহু কাল আগে একটি পাকিস্তানি উর্দু সিনেমা দেখেছিলাম ওয়াহিদ মুরাদ এবং দিবা যদি ভুল না হয়,
নাম ছিল
ফের সুভা হোগি— সাংসারিক পরিবারিক একটা চরম বিপর্যয়ের পর উক্ত কথাটি উচ্চারিত হয়েছিল।
অর্থাৎ আবার সকাল হবে।
বহু পূর্বে বাংলাদেশী একটা বই
দেখেছিলাম, নাম ছিল সুপ্রভাত—-এখানে গ্রামের লোক যখন মাস্টারকে মেরে ফেলে, তখন তার সদ্যজাত শিশুটির সাথে সাথে সকাল হলো। মর্মান্তিক ও আবেগঘন সেই দৃশ্য। এখানে সুপ্রভাত মানে আরেকটি সম্ভাবনা ইঙ্গিত।
আমাদের জীবনে সকাল এসেছে সন্ধ্যা এসেছে রাত্রির নিস্তব্ধতায় আমরা ঘুমিয়ে গেছি আরেকটি সকালের প্রত্যাশায়। এমনভাবে দিনের পর দিন কেটে গেছে বছরের বছরের, যুগের পর যুগ,
একটা মহাকালী সাক্ষী আমরা।
প্রতিটি রাত্রির পরে একটি করে সকাল আমরা দেখেছি,
কখনো কখনো সুপ্রভাত। অর্থাৎ নতুন সম্ভ বনার সকাল।
এভাবে ২০ হাজার বা ২৫ হাজার অথবা তারও বেশি
- সকাল আমরা দেখেছি
একসময় ঢাকা শহরে আমাদের সকাল হতো কর্মবস্ততার ভিড়ে আমরা মুড়ির টিন নামক বাসটিতে চড়ে বসতাম।
ঢেউের তালে তালে সময় চলতে লাগলো বয়স বাড়তে লাগলো।
মুড়ির টিনের বদলে *বাসের সুপিরিয়র সার্ভিসের সন্ধান মিললো এই ঢাকা শহরে, ঝকঝকে নতুন মডেলের বাস। কোন এক সকালে আমরা এগুলোর দেখা পেলাম যখন পরিবর্তনের ছোঁয়া সব জায়গায়।
দিন যায় বছর যায় আরেকটি সকালে উঠে দেখি গাছঘেরা ছোট ছোট শান্তির নিড়গুলো অট্টালিকায় রূপান্তরিত হয়ে গেছে।
ঘুম ভাঙ্গা সকালে আমরা আশে পাশের পরিবর্তনের ছোঁয়া প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। - বিশ হাজার সকাল দেখার পর চোখের সামনে বিবর্তনের অংশ রচিত হয়।
এক টুকরো বরফ, ধীরে ধীরে গলতে থাকে
একসময় নিঃশেষ হয়ে যায় —-সকাল দেখতে দেখতে এক সময় আমাদের জীবন ভান্ডারের সকাল ফুরিয়ে যাবে।
তখন অনাগত প্রজন্ম বলবে, ফের সুভা হোগি,
অথবা সুপ্রভাত!