ইতিহাস ঘাটলে দেখা যায় ইতিহাস কথা বলে
দুর্দান্ত প্রতাপশালী দুর্নীতিবাজ অত্যাচারী রাজা
কোনা কোন সময় দুঃসময় আসে। সে ভোগে অথবা তার ছেলে অথবা তার নাতি
কেউ না কেউ তা মূল্য পরিশোধ করে।
নিয়তিও একটা ন্যায় দন্ড আছে।
তা না হলে নমরুদ
ফেরাউনরা এখনও রাজত্ব করত।
সাদা চামড়ার প্রতিটি দেশের আদি বাসীদের সাথে নির্দয় নিষ্ঠুর পশুর মত
আচরণ করেছে যুগের পর যুগ।
কানাডায় এখনো আদিবাসীদের নর কঙ্কাল পাওয়া যাচ্ছে!
রেড ইন্ডিয়ানদের ধূলিসাৎ করে আমেরিকান সভ্যতা গড়ে উঠেছে। পাক ভারত উপমহাদেশ ২০০ বছর বেনিয়াদের দ্বারা নির্যাতিত হয়েছে।
আমেরিকানরা
নব্য ফেরাউনরা গত 50-60 বছর সমস্ত পৃথিবীতে গোলমাল লাগিয়ে রাখছে
যুদ্ধ বাজিয়ে রাখছে
অস্ত্র বিক্রি করছে।
ইংরেজরা এখন মূল্য পরিশোধ করছে
আমেরিকানদেরও মূল্য পরিশোধ করতে হবে অদূর ভবিষ্যতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *