ঘূর্ণিঝড় সিত্রাং
ধেয়ে আসছে প্রবল বেগে
ঘূর্ণিঝড় সিত্রাং
7 নম্বর বিপদ সংকেত
বিরান সমুদ্র সৈকত
সাইক্লোন সেন্টারে
আমজনতার আগমন।
সাগর উত্তাল
উঁচু উঁচু ঢেউয়ের সম্ভার,
জলোচ্ছ্বাসের শঙ্কায়
আতঙ্কে উপকূলবাসী
হৃদয় মনে মহাকম্পন।
মনে পড়ে যায়
2007 এর সিডরের কথা
ভেসে গিয়েছিল হাজারো প্রাণ
সুন্দরবন উজাড়
বাঘ ও পায় নাই পরিত্রান।
কায়মনে প্রার্থনা করি
সিতাং এর শক্তি নাশ!
সাধারণ ঝড়ের মত
বয়ে যাক উপকূল দিয়ে
একটি প্রাণেরও যেন
হয়না বলিদান।