কোরআন তেলাওয়াতের
মূর্ছনায়
আপ্লুত হৃদয়ের আবেশে,
প্রশান্ত আত্মার ঝলকানিতে,
পুণ্য গণনায় ব্যস্ত,
মুসলমানের হৃদয় খানি।
জেগে জেগে ঘুমিয়ে আছে
দৃষ্টি ও শ্রবণশক্তিতে তালা,
জাগ্রত মানুষের ঘুম ভাঙ্গানো
কোথায় সেই সোনার
কাঠির ছোঁয়া?
অলস অলস করে
কেটে যায় বেলা,
দলে দলে মসজিদে গমন,
জীবন বিধানে শুধু অবহেলা।
সৎ কাজের আদেশ
অসৎ কাজের নিষেধ,
মানবতা ও ভালোবাসার বুলি,
একদা ছিল মুসলমানের কলি।

কোথায় সেই ইসলাম,
কোথায় সেই মুসলমান!
বিজয় নিশান উড়বে,
অপেক্ষায় মুসলিম উম্মার,
হৃদয় সদা কম্পমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *