ভোরের শীতল হাওয়ায়
মনটা জুড়িয়ে যায়,
নিরব প্রকৃতির শোভা
ঘুম ভাঙা চোখে
দৃষ্টিতে আবেশের নেশা
শাপলা ফুলের ঝলকানি
লাল আর
লালের হাতছানি।
নিস্তব্ধ ভোরের গুঞ্জন
মানুষের হাঁটাহাঁটি
ব্যায়ামের মহড়া
মুখরিত কলতানে
পাখিদের পাহারা।
নাস্তার উৎসব
এখানে সেখানে
পরোটা ভাজির হাঁকাহাঁকি
মালাই চা’য়ে মাখামাখি।
২১-০৭-২০২২