জ্ঞানহীন মুসলমান
যখন মুসলমানেরা পৃথিবীটাকে শৌর্যবীর্য নিয়ে রাজত্ব করেছে,
তখন জ্ঞান-গরিমায়ও
মুসলমানরা সর্বোচ্চ শিখরে ছিল।
শক্তি, ক্ষমতা,
প্রতাপ
এর সাথে সাথে,
জ্ঞান,
বুদ্ধি, উচ্চ সংস্কৃতি সবই জড়িত।
একটা না থাকে আরেকটা অর্জন করা অসম্ভব।
পৃথিবীর চলমান ইতিহাস তাই বলে। যেমন রোমান সভ্যতা,
পারস্য সভ্যতা!
আমরা আমাদের কুরআন পরেও জ্ঞান অর্জন করতে চাইনা।
সুরে সুরে তেলাওয়াত করতে চাই, না বুঝে না শুনে।
জ্ঞানের অন্য শাখাগুলোও আমাদেরকে অন্ধকারে রেখেছে
অথবা এই অন্ধকার পথটাকে আমরা আলিঙ্গন করে নিচ্ছি অলসতার জন্য, ভ্রান্ত ধারণার জন্য।
জ্ঞানহীন অন্ধকার জগতে আমরা ঝুকে ঝুকে হাঁটছি ,
নির্যাতিত হচ্ছি
অপমানিত হচ্ছি।
আমাদের নবীর অপমানও
আমরা মুখ বুজে সহ্য করতে বাধ্য হচ্ছি।
যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে না নেবে,
কুরআনের গভীরে প্রবেশ না করবে , জ্ঞান বিজ্ঞানের জগতে প্রবেশ না করবে,
ততদিন
বিধর্মীদের অপমান, লাঞ্ছনা আমাদের ভাগ্যে জোটেতেই থাকবে।
আল্লাহ আমাদের সহায় হোন।
আমাদের অন্ধত্ব দূর করুন।